
রাজবাড়ীমেইল ডেস্কঃ ফরিদপুরের সালথায় কামরুল পাটওয়ারী নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য পরিবারের সাত জনের নামে রেশনকার্ড করার অভিযোগ পাওয়া গেছে। ওই মেম্বার যদুনন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন।
অনুসন্ধান করে ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য ঘেঁটে জানা যায়, মেম্বার কামরুলের করা রেশনকার্ডে যে নাম ও নম্বর সংযোজন করা হয় তারা হলেন, ৬৩৬ নং কার্ডধারী হলেন ওই মেম্বারের বড় ভাই ইব্রাহিম পাটওয়ারী, ৬৩৯নং কার্ডধারী ইমরান পাটওয়ারী বড় ভাই এর ছেলে, ৬৫৩নম্বরে তানজিলা বেগম, মেম্বারের ছোট ভাই এর বউ, ৬৫৪ ইয়াদ মুন্সী, তার মামাত ভাই, ৬৬৫ নম্বরে রুমান পাটওয়ারী ছেলে, ৬৬৬ মোছাঃ রুমী খানম মেয়ে, ৬৭৯ জুবায়ের পাটওয়ারী চাচাত ভাই।
তালিকার কথা স্বীকার করে মেম্বার কামরুল পাটওয়ারী বলেন, এরা সবাই গরীব মানুষ। তাই তাদের নাম তালিকায় দিয়েছি। আপনি খোঁজ নিয়ে দেখেন। নিজেদের মধ্যে এতোগুলো কার্ড দেওয়া যায় কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না এভাবে কার্ড করা যায়না, আপনারা যেটা ভালো মনে হয় করেন। ছেলের নাম কেন দিয়েছেন প্রশ্নের জবাবে ওই মেম্বার বলেন, ছেলেটা ভিন্ন (আলাদা) খায়। কাজ-কর্ম নেই বেকার তাই ওর নামটি দিয়েছি।
এ ব্যাপারে যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল খায়ের মুন্সী বলেন, আসলে এটা করা ঠিক হয়নি। তবে এ ব্যাপারে ওই মেম্বারের বিরুদ্ধে আমার কাছে এলাকা থেকে আপত্তি দিলে আমি ইউএনও স্যারকে ব্যবস্থা নিতে জানাবো। তিনি বলেন, রেশনের ব্যাপারে উপজেলায় একটি কমিটি গঠন করা হয়েছে, তারাই যাচাই-বাছাই করে অনুমোদন দিয়েছে।
এ প্রসঙ্গে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার বলেন, আমিও এ ব্যাপারে কিছু তথ্য পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।