
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী যৌকর্মীর (৫৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ওই পল্লী থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর সেখানেই মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীমেইলকে বলেন, কয়েক দিন ধরেই ওই নারী যৌনকর্মী সর্দি, জ¦র ও শ^াসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে যৌনপল্লি থেকে ফোন পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ শেষে ফিরে আসার পর বিকেল তিনটার দিকে ২-৩জন বয়স্ক নারী যৌনকর্মী আক্রান্ত ওই যৌনকর্মীকে নিয়ে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
তিনি আরো বলেন, যেহেতু তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া আইইডিসিআরের প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁর সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারিন্টিনে থাকার জন্য বলা হয়েছে। একই সাথে তার জানাযার বিষয়টি উপজেলা প্রশাসনকে করোনার নিয়ম মাফিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।