০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মোস্তফা মেটালের অনন্য উদ্যোগ, ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ

রাজবাড়ীমেইল ডেস্কঃ সনামধন্য উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছিন্নমূল ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার সরবরাহ করছে। করোনা পরিস্থিতির কারণে অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য গত মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচরে স্থাপিত উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে। চলমান খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল অসহায় মানুষের খাবারের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ বাসষ্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশন, হরিজন পল্লির প্রায় ৩০০ মানুষের খাবার তুলে দেয়। মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। তাঁর এ কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।


খাবার বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, জ্যেষ্ঠ সহ-সভাপতি লিয়াকত হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, মানুষের এ বিপদের দিনে সামর্থবানদের এগিয়ে আসা দরকার। আমাদের সামর্থের জায়গা থেকে প্রায় ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন চালসহ খাদ্য সামগ্রী হিসেবে অসহায় পরিবারে পৌছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫ হাজার পরিবারে পৌছে দেয়া হয়েছে।

তিনি বলেন, ছিন্নমূল অনেক মানুষ আছেন যারা আগে বিভিন্ন হোটেলের খাবার বা চলমান মানুষের দেওয়া খাদ্য খেয়ে টিকে থাকতো। ওই সব ছিন্নমূল ও ক্ষুধার্ত মানুষের মাঝে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থার কাজ শুরু করেছি।


কাজের প্রশংসা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান বলেন, করোনার কারণে হাজারো কর্মজীবি মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসা দরকার। মোস্তফা মেটাল প্রায় ১০ হাজার মানুষের মাঝে চাল বিতরণ এবং ছিন্নমূল মানুষের খাবার বিতরণ শুরু করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর অনুপ্রেরণায় আমরা ছাত্রলীগ এমন মহোতী কাজে সবসময় পাশে থাকবো।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী বলেন, যতদিন করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমাদের সামার্থ অনুযায়ী ত্রাণ বিতরণ ও খাবার বিতরণ অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় থাকবে। সেই সাথে সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ থাকতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

মোস্তফা মেটালের অনন্য উদ্যোগ, ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ

পোস্ট হয়েছেঃ ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ সনামধন্য উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছিন্নমূল ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার সরবরাহ করছে। করোনা পরিস্থিতির কারণে অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য গত মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচরে স্থাপিত উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে। চলমান খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল অসহায় মানুষের খাবারের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ বাসষ্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশন, হরিজন পল্লির প্রায় ৩০০ মানুষের খাবার তুলে দেয়। মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। তাঁর এ কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।


খাবার বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, জ্যেষ্ঠ সহ-সভাপতি লিয়াকত হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, মানুষের এ বিপদের দিনে সামর্থবানদের এগিয়ে আসা দরকার। আমাদের সামর্থের জায়গা থেকে প্রায় ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন চালসহ খাদ্য সামগ্রী হিসেবে অসহায় পরিবারে পৌছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫ হাজার পরিবারে পৌছে দেয়া হয়েছে।

তিনি বলেন, ছিন্নমূল অনেক মানুষ আছেন যারা আগে বিভিন্ন হোটেলের খাবার বা চলমান মানুষের দেওয়া খাদ্য খেয়ে টিকে থাকতো। ওই সব ছিন্নমূল ও ক্ষুধার্ত মানুষের মাঝে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থার কাজ শুরু করেছি।


কাজের প্রশংসা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান বলেন, করোনার কারণে হাজারো কর্মজীবি মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসা দরকার। মোস্তফা মেটাল প্রায় ১০ হাজার মানুষের মাঝে চাল বিতরণ এবং ছিন্নমূল মানুষের খাবার বিতরণ শুরু করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর অনুপ্রেরণায় আমরা ছাত্রলীগ এমন মহোতী কাজে সবসময় পাশে থাকবো।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী বলেন, যতদিন করোনা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমাদের সামার্থ অনুযায়ী ত্রাণ বিতরণ ও খাবার বিতরণ অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় থাকবে। সেই সাথে সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ থাকতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।