
রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা সংকট মোকাবেলায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির হিমায়েতখালী, আখরজানী, চৌমুখ, মেড়রা ও পারকুলা ৫টি গ্রামের ১১০টি অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুবসমাজ।
জানা যায়, আখরজানী গ্রামের নুরুল ইসলাম মাস্টারের পুত্র, কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান রাজনের অর্থায়নে ইমরান হোসেন, রাসেল মাহমুদ, সোহেল রানা, তুষার আহমেদ, আব্দুর রশিদ ও তৌহিদ খান অভি পরস্পর সমন্বয় করে চাল, ডাল, তেল, লবন, আলু, ছোলা, সাবান ও কিছু নগদ অর্থ নিজেরা অস্বচ্ছল ও হতদরিদ্র ১১০টি পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। স্থানীয় যুবসমাজের মহতি কাজে সুবিধাভোগী পরিবারের লোকজন খুশি হয়।
আয়োজকদের অন্যতম তৌহিদ খান অভি জানান, এ্যাডভোকেট জিল্লুর রহমান রাজনের অর্থায়নে নিজেরা সমন্বয় করে ১১০টি অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে বর্তমান করোনা সংকট মোকাবেলায় খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।