১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ শহরে নিজ উদ্যোগে এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজবাড়ীর গোয়ালন্দ শহরের দেওয়ান পাড়ার যুব সমাজের উদ্যোগে এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী এলাকায় সচেতনতামূলক মাইকিংয়ের পাশাপাশি নিজ উদ্যোগে এলাকার প্রতিটি মহল্লায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।এছাড়া বাইরে থেকে কেউ এলাকায় প্রবেশ করতে হলে তাদেরকে জীবাণুনাশক ওষুধ স্প্রে করার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

করোনাভাইরাস সচেতনতায় গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সচেতনতামূলক মাইকিং এবং জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। গ্রামের প্রবেশ পথ থেকে শুরু করে প্রতিটি রাস্তায় এ ওষুধ স্প্রে করা হয়। এসময় কার্যক্রমের সাথে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুস আলম, অত্র অঞ্চলের এক সময়কার মেধাবী ছাত্র, ব্যবসায়ী প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সম্মানিত সদস্য আশরাফুল আলম, বন্ধুসভার সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সফিক মন্ডল, হুসাইন মাহমুদ, সবজাল, মো. মুঞ্জু, রায়হান, রুবেল, আইনদ্দিন, জাবির আল নাহিয়ান, রাশিদুল, আব্দুল্লাহ, সোহেল, কবির প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রকৌশলী সফিক মন্ডল বলেন, আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় প্রবেশের রাস্তায় দুই জন করে এলাকায় প্রবেশকারীদের জীবাণুনাশক ওষুধ স্প্রে করে তবেই অনুমোতি দেওয়া হচ্ছে। পালাক্রমে এভাবে সবাই কাজ করছি। এছাড়া সচেতনতা বাড়াতে এলাকার প্রতিটি রাস্তা, অলিগলি স্প্রে করা হচ্ছে। সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, দিন দিন করোনা পস্থিতি মারাত্নক আকার ধারণ করছে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আমরা এলাকাবাসী মিলে রাস্তায় রাস্তায় ও প্রতিটি বাড়ি বা দরজার সামনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করছি। একই সাথে গ্রামবাসীকে সচেতনতা করতে দুটি মাইক সেট নামিয়ে প্রচারণা চালাচ্ছি। এ কার্যক্রম নিয়মিত রাখার চেষ্টা করবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ শহরে নিজ উদ্যোগে এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে

পোস্ট হয়েছেঃ ০৫:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজবাড়ীর গোয়ালন্দ শহরের দেওয়ান পাড়ার যুব সমাজের উদ্যোগে এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী এলাকায় সচেতনতামূলক মাইকিংয়ের পাশাপাশি নিজ উদ্যোগে এলাকার প্রতিটি মহল্লায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।এছাড়া বাইরে থেকে কেউ এলাকায় প্রবেশ করতে হলে তাদেরকে জীবাণুনাশক ওষুধ স্প্রে করার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

করোনাভাইরাস সচেতনতায় গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া যুব সমাজের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সচেতনতামূলক মাইকিং এবং জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। গ্রামের প্রবেশ পথ থেকে শুরু করে প্রতিটি রাস্তায় এ ওষুধ স্প্রে করা হয়। এসময় কার্যক্রমের সাথে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুস আলম, অত্র অঞ্চলের এক সময়কার মেধাবী ছাত্র, ব্যবসায়ী প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সম্মানিত সদস্য আশরাফুল আলম, বন্ধুসভার সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সফিক মন্ডল, হুসাইন মাহমুদ, সবজাল, মো. মুঞ্জু, রায়হান, রুবেল, আইনদ্দিন, জাবির আল নাহিয়ান, রাশিদুল, আব্দুল্লাহ, সোহেল, কবির প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রকৌশলী সফিক মন্ডল বলেন, আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় প্রবেশের রাস্তায় দুই জন করে এলাকায় প্রবেশকারীদের জীবাণুনাশক ওষুধ স্প্রে করে তবেই অনুমোতি দেওয়া হচ্ছে। পালাক্রমে এভাবে সবাই কাজ করছি। এছাড়া সচেতনতা বাড়াতে এলাকার প্রতিটি রাস্তা, অলিগলি স্প্রে করা হচ্ছে। সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, দিন দিন করোনা পস্থিতি মারাত্নক আকার ধারণ করছে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে আমরা এলাকাবাসী মিলে রাস্তায় রাস্তায় ও প্রতিটি বাড়ি বা দরজার সামনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করছি। একই সাথে গ্রামবাসীকে সচেতনতা করতে দুটি মাইক সেট নামিয়ে প্রচারণা চালাচ্ছি। এ কার্যক্রম নিয়মিত রাখার চেষ্টা করবো।