
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজারে অবস্থিত ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) এর চাল বিক্রির ডিলার আরো দুইজনকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালন করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে সিংগা ভাজারে অভিযান চালিয়ে ডিলার সোহরাব মেম্বার, শহীদ দোকানদার ও ক্রেতা রিক্সাচালক ছলিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করে।
রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান সিংগা বাজারে গিয়ে জানতে পারেন, কার্ডধারীদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে একজন রিক্সা চালকের কাছে চাল বিক্রি করেন। পরে সেই রিক্সা চালক আবার শহীদ দোকানদারের কাছে বেশি দামে চাল বিক্রির করেন এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত তাদের তিনজনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত ১০ টাকা কেজি দরের চাল হাত বদল হয়ে শেষ পর্যন্ত ৩০০ টাকার চাল ১ হাজার টাকায় বিক্রির অভিযোগ পান। অভিযোগ প্রমানিত হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২ এর ৩৯ ধারায় তাদের জরিমানা করা হয়। এসময় ওএমএস ডিলার সোহরাব মেম্বারকে ৩০ হাজার টাকা, দোনদারকে ১৫ হাজার এবং রিক্সাচালক ক্রেতাকে ৩ হাজার টাকা সহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।