
রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কুড়াপাড়া গ্রামের বাচ্চু (৩৫) নামের এক ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। আক্রান্ত বাচ্চু ঢাকায় এরোস্টো ফার্মায় চাকুরী করেন। সম্প্রতি সে বাড়ীতে আসাছিল। তাকে রাজবাড়ী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম পাংশায় পুরোপুরি লকডাউন কার্যকর করতে সরকারী নির্দেশনা পালনের আহবান জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় মসজিদের মাইকে সতর্কতা প্রচার করা হয়।