
হেলাল মাহমুদঃ করোনাভাইরাসের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে আরো একটি ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্য সেবা চালু করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।
এর আগে গত এপ্রিল মাসের ৪ তারিখে রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) এলাকা মিলে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা চালু করা হয়েছিলো, বলে নিশ্চিত করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, লকডাউনের কারণে যদি কেউ হাসপাতালে না আসতে চেয়ে বাসায় বসে চিকিৎসাসেবা গ্রহণ করতে চায় তাহলে রোগী বা তাঁর স্বজনরা প্রয়োজনে ০১৭৯৮-৬২৭৩৩৬ ও ০১৮১৬-৮৭১৬২০ নম্বরে ফোন করলে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার মেডিকেল টিম রোগীর বাড়ীতে পৌছে যাবে।
ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোন বাড়ী গিয়ে রোগীকে স্বাস্থ্য সেবা দিতে পারিনি। তবে আমরা সব সময় সেবা দেবার জন্য প্রস্তুত আছি। স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করি। ভ্রাম্যমাণ মেডিকেল টিম থেকে শুধু চিকিৎসা সেবাই নয় প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ ও করা হচ্ছে বলে জানান।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেছি। রাজবাড়ীতে ২৮ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। আমার সন্তান আশিক মাহমুদ মিতুল সহ আমার পরিবার মিলে তিনটি উপজেলার (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) মানুষ যেন স্বাস্থ্যসেবা পেতে কোনভাবেই কষ্ট না পায় সে জন্য আরো একটি মেডিকেল টিম বৃদ্ধি করলাম।
তিনি আরো বলেন, দুই একদিনের মধ্যেই (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) এলাকার আমার পক্ষ থেকে অসহায় পরিবারের শিশুদের মধ্যে খাদ্য বিতরণ শুরু করা হবে জানান।