
রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা ভাইরাস বিস্তার ও সংক্রমনের ঝুঁকি কমাতে যাত্রীবাহি পরিবহন বন্ধ রাখা হয়েছে। আর এ কারনে শ্রমিক কর্মচারীরা অসহায় হয়ে পরেছে। আয় না থাকায় প্রায় এক মাস ধরে তাদের কষ্টে দিন যাপন করতে হচ্ছে।
এ অবস্থায় বুধবার বেলা সাড়ে ১০টার সময় রাজবাড়ী আজাদী ময়দানে ২০০ জন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জিয়ারের বরাদ্দ কৃত চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক শ্রমিককে ১০ কেজি করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার, রাজবাড়ী জেলা পরিবহন শ্রমিক ইনয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমূখ।
এসময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি রকিবুল ইসলাম পিন্টু বলেন, রাজবাড়ী জেলায় ৪ হাজারের বেশি পরিহন শ্রমিক রয়েছে। আজ ২০০ জনের মাঝে স্বল্প হারে ১০ কেজে করে চাল বিতরন করা হয়েছে জেলা প্রশাসনের সহযোগীতায়। তবে তারা চান আরো প্রায় ৪ জাজার শ্রমিক তারা এই করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে অসহায় জীবনযাপন করছে তাই অতি শীঘ্রই যেন জেলা প্রশাসন এই শ্রমিকদের পরিবারেরর কথা চিন্তা করে তাদের সহযোগীতা প্রদান করে।