
মইনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভার বিভিন্ন পয়েন্টে রিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। সোমবার দিবাগত রাতে পৌরসভার জামতলা, গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশন সহ বিভিন্ন পয়েন্টে অর্ধ শতাধিক রিক্সা চালকদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর নির্দেশনায় গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ডাল ও সাবান। এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, মো. ইয়াসিন, সুমন শেখ, ছরোয়ার হোসেন, অপু বিশ্বাস প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজল বলেন, দেমের এই দুর্যোগকালীন সময় বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজবাড়ী জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর নির্দেশনায় পৌর ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অসহায় অর্ধ শতাধিক রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রয়োজনে আমরা আরো সহযোগিতা করবো।