০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ব্যবসায়ীর বাড়িতে মধ্যরাতে হামলা, ভাঙচুরঃ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

শহিদুল ইসলাম ও মইনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নসর উদ্দিন সরদার পাড়ায় রোববার দিবাগত মধ্যরাতের দিকে ব্যবসায়ী তাইজদ্দিন শেখ ও সিদ্দিক শেখ নামের দুই ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করে মারপিট করেছে। একই সাথে দুর্বৃত্তরা ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তাইজদ্দিন শেখ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নসর উদ্দিন সরদার পাড়ার রোকমান শেখ এর ছেলে আমজাদ শেখকে (৩৫) প্রধান, চাচা জলিল শেখ ও ভাতিজা রাহিম শেখ সহ পাঁচজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ১২ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাইজদ্দিন শেখ এর নগদ অর্ধ লক্ষ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করার অভিযোগ আনা হয়। একই সাথে তার বাড়ি ও ঘরের জিনিসপত্র এবং ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। অভিযুক্ত আমজাদ শেখ এর বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত অভিযোগে তাইজদ্দিন শেখ জানান, প্রতিবেশী জলিল শেখ এর সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে প্রায় তিন সপ্তাহ আগে একবার দুই পরিবারের মধ্যে মারামারি হয়। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের মধ্যস্থতায় থানায় বসে সমঝোতা হয়ে যায়। সমঝোতার পরও জলিল শেখ এর বাড়ি পাশেই হওয়ায় সামান্য কিছু বিষয় নিয়েই কথা কাটাকাটি বা ঝগড়া করেন।


রোববার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাত পৌনে একটার দিকে জলিল শেখ সহ তার ভাই রোকমান শেখ এর ছেলে আমজাদ শেখ এর নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে তার (তাইজদ্দিন) বাড়িতে হামলা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের বেড়া ভাঙচুর করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা টেলিভিশন ভাঙচুর করে ও সাববাক্সে রাখা ব্যবসার নগদ অর্ধ লাখ টাকা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর পাশের তাইজদ্দিনের ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়িতে হামলা করে। ঘরের দরজায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে। অতর্কিত হামলায় বাড়িতে থাকা মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়।

তাইজদ্দিন শেখ বলেন, রোববার সন্ধ্যায় জলিল কোন এক বিষয় নিয়ে দেখে নেওয়া হুমকি দেন। প্রয়োজনে আমাদের একজনকে হলেও হত্যা করে ১৪ বছর জেল খাটবে বলেও হুমকি দেয়। রাত পৌনে একটার অতর্কিতভাবে জলিল ও তার ভাতিজা আমজাদ দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। নগদ অর্ধ লক্ষ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে মারপিট করে। এরপর ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়িতে হামলা চালায়। তাদের সাথে বহিরাগত আরো ১৪-১৫ জন ছিল। যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সাথে জড়িত। তবে কাউকে চিনতে পারিনি। এ ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধির মাধ্যমে জলিল শেখ আপোষ করতে উঠে পড়ে লেগেছেন বলে জানান। খবর পেয়ে সকালে পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রশিদ ফকির এবং দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ দিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত জলিল শেখ পলাতক থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি বাইরে থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিয়ে ঘটনার মীমাংসার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান রাজবাড়ীমেইলকে জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর দুপুরে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) শামীম আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে ব্যবসায়ীর বাড়িতে মধ্যরাতে হামলা, ভাঙচুরঃ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০

শহিদুল ইসলাম ও মইনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নসর উদ্দিন সরদার পাড়ায় রোববার দিবাগত মধ্যরাতের দিকে ব্যবসায়ী তাইজদ্দিন শেখ ও সিদ্দিক শেখ নামের দুই ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করে মারপিট করেছে। একই সাথে দুর্বৃত্তরা ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তাইজদ্দিন শেখ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নসর উদ্দিন সরদার পাড়ার রোকমান শেখ এর ছেলে আমজাদ শেখকে (৩৫) প্রধান, চাচা জলিল শেখ ও ভাতিজা রাহিম শেখ সহ পাঁচজনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো ১২ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাইজদ্দিন শেখ এর নগদ অর্ধ লক্ষ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করার অভিযোগ আনা হয়। একই সাথে তার বাড়ি ও ঘরের জিনিসপত্র এবং ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। অভিযুক্ত আমজাদ শেখ এর বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত অভিযোগে তাইজদ্দিন শেখ জানান, প্রতিবেশী জলিল শেখ এর সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে প্রায় তিন সপ্তাহ আগে একবার দুই পরিবারের মধ্যে মারামারি হয়। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের মধ্যস্থতায় থানায় বসে সমঝোতা হয়ে যায়। সমঝোতার পরও জলিল শেখ এর বাড়ি পাশেই হওয়ায় সামান্য কিছু বিষয় নিয়েই কথা কাটাকাটি বা ঝগড়া করেন।


রোববার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাত পৌনে একটার দিকে জলিল শেখ সহ তার ভাই রোকমান শেখ এর ছেলে আমজাদ শেখ এর নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে তার (তাইজদ্দিন) বাড়িতে হামলা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের বেড়া ভাঙচুর করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা টেলিভিশন ভাঙচুর করে ও সাববাক্সে রাখা ব্যবসার নগদ অর্ধ লাখ টাকা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর পাশের তাইজদ্দিনের ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়িতে হামলা করে। ঘরের দরজায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে। অতর্কিত হামলায় বাড়িতে থাকা মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়।

তাইজদ্দিন শেখ বলেন, রোববার সন্ধ্যায় জলিল কোন এক বিষয় নিয়ে দেখে নেওয়া হুমকি দেন। প্রয়োজনে আমাদের একজনকে হলেও হত্যা করে ১৪ বছর জেল খাটবে বলেও হুমকি দেয়। রাত পৌনে একটার অতর্কিতভাবে জলিল ও তার ভাতিজা আমজাদ দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। নগদ অর্ধ লক্ষ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে মারপিট করে। এরপর ছোট ভাই সিদ্দিক শেখ এর বাড়িতে হামলা চালায়। তাদের সাথে বহিরাগত আরো ১৪-১৫ জন ছিল। যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সাথে জড়িত। তবে কাউকে চিনতে পারিনি। এ ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধির মাধ্যমে জলিল শেখ আপোষ করতে উঠে পড়ে লেগেছেন বলে জানান। খবর পেয়ে সকালে পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রশিদ ফকির এবং দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ দিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত জলিল শেখ পলাতক থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি বাইরে থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিয়ে ঘটনার মীমাংসার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান রাজবাড়ীমেইলকে জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর দুপুরে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) শামীম আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।