
জীবন চক্রবর্তীঃ দেশে করোনাভাইরাসের কারণে কর্ম বিমুখ অসহায় মানুষের মাঝে গোয়ালন্দ পৌরসভার নগর রায়ের পাড়া ফুলে কুড়িঁ মানব সেবা সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সংগঠনের সদস্যদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দেশে করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে দৈনন্দিন খেটে খাওয়া মানুষের কাজকর্ম। তাদেরকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে ফুলের কুড়িঁ সেবা সংঘের সদস্যরা। গোয়ালন্দ নগর রায়ের পাড়া সার্বজনীন কালিমন্দিরে (বটতলা) এ ত্রাণ বিতরণ করা হয়। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে তাদেরকে দাড় করিয়ে প্রত্যেককে জীবাণুনাশক ওষুধ দিয়ে হাত ধোঁয়া শেষে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১টি করে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। অনেকেই যারা এগুলো পায়নি তাদেরকে নগদ টাকা হাতে তুলে দেয় ফুলের কুড়িঁ মানব সেবা সংঘের সদস্যবৃন্দ।
অসহায় সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ‘ফুলের কুড়ি মানব সেবা সংঘ’ এর উপদেষ্টা বিমল রায়, সহ-সভাপতি ইন্দ্রজিৎ ভট্রাচার্য, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, কোষাধ্যক্ষ সুকুমার রায়, সুব্রত রায়, মিঠুন প্রমূখ।
এসময় সংগঠনের সহ-সভাপতি ইন্দ্রজীৎ ভট্রাচার্য বলেন, আমরা আমাদের কমিটির সকলে মিলে নিজেদের অর্থায়নে হত দরিদ্র মানুষদের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। দেশে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ বেকার হয়ে ঘরে বসে আছে। এ জন্য আমাদের সংগঠনের সিদ্ধান্তক্রমে আমরা এ সময় অসহায় মানুষদের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেবার ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন, এখানে উপস্থিত অনেকেই আছে তাদের ঘরে খাবার না থাকায় তারা না খেয়েও এসেছেন। আমাদের মত করে দেশের অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবান মানুষ এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় দরিদ্রদের মাঝে আমাদের মত করে ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে রক্ষা করে এটাই আমাদের প্রত্যাশা।