
রাজবাড়ী মেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলার স্টেশন বাজারের কাঁচাবাজার সামায়িকভাবে বন্ধ রেখে অস্থায়ীভাবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কাঁচাবাজার বসিয়েছে উপজেলা প্রশাসন। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও স্টেশন কাঁচাবাজারের ইজারাদার লাল্টু বিশ্বাস পরস্পর সমন্বয় করে পাংশা স্টেশন বাজারের কাঁচাবাজার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
অস্থায়ীভাবে জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচাবাজার বসানোর উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ওই কাঁচাবাজারে সকাল থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত তরিতরকারী ও নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি বেচাকেনা হচ্ছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ কাঁচা বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের দিক নির্দেশনা দিয়ে বাজারের শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। কাঁচাবাজার নিয়মিত দেখভাল করছেন ইজারাদার লাল্টু বিশ্বাস। পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠে ইউ প্যাটার্নে দোকান ও উত্তর পাশে আড়তদারদের মালামাল রাখার জায়গা করায় সকলেই খুশি।
কাঁচাবাজারের ইজারাদার লাল্টু বিশ্বাস বলেন, প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রশাসনের সার্বিক দিক-নির্দেশনায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজারে শৃঙ্খলার সাথে বেচাকেনা চলছে।
এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে স্টেশনবাজারের কাঁচাবাজার সাময়িকভাবে বন্ধ রেখে জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অস্থায়ীভাবে কাঁচাবাজার স্থানান্তরিত করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা সবাই স্বাচ্ছন্দবোধ করছেন বলে উল্লেখ করেন তিনি।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার বিবেচনা করে কাঁচাবাজার অস্থায়ী ভাবে জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে স্থানান্তরিত করা হয়েছে।