
করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৫ জন আক্রান্ত বলে তথ্য পেয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ। শনিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিলো।
এর মধ্যে ৫ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। অর্থ্যাৎ রাজবাড়ী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত।