
রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসের কারনে রাজবাড়ী জেলার প্রায় ১০ হাজার বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গোয়ালন্দে পবিত্র সবেবরাত উপলক্ষ্যে প্রায় ২০০ মানুষের মাঝে ২ কেজি আটা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি ও গরম মসলাসহ বিতরন করেন।
বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠে এখাদ্য সামগ্রী বিতরণকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সাথে আরো উপস্থিত ছিলেন তাঁর একমাত্র কন্যা, মহিলা যুবলীগ নেত্রী কানিজ ফাতিমা চৈতি, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, শিক্ষক শ্রী জীবন কুমার চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ যুব মহিলা লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় কাজী কেরামত আলী বলেন, আমি নদী ভাঙ্গা মানুষের কথা চিন্তা করে কথা দিয়েছিলাম জেলার ১০ হাজার মানুষকে আমার পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার। তাই আজ গোয়ালন্দে আরো প্রায় ২০০ মানুষের শবেবরাতের সামগ্রী বিতরন করলাম। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের পাশে থেকে সেবা করতে বলেছেন। তাই আমরা আপনাদের সাথে আছি। এসময় তিনি জনগণকে করোনার কারনে বাড়িতেই ঘরের মধ্যে থাকার অনুরোধ জানান।