
মইনুল হকঃ সেবার প্রত্যয়ে আমরা এই শ্লোগানকে সামনে রেখে বুধবার ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র উদ্যোগে রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় অতি দরিদ্র মানুষের মাঝে সমিতির উদ্যোগ খাবার সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের যারা ঢাকায় অবস্থান করেন তাদের নিয়ে এক বছর গঠিত হয় ঢাকাস্থ ‘খানখানাপুর সমিতি’। ওই সমিতির উদ্যোগে বুধবার সন্ধ্যার পর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত ৩০০ জন অসহায় অতি দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি আলু ও ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় সমিতির পক্ষ থেকে ঢাকাস্থ খানখানাপুর সমিতির আহবায়ক গাজী আশরাফুল বারী মুকুল, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, মিজানুর রহমান ও সোহেল রানা, সদস্য সচিব এস এম মির্জা টিপু প্রমূখ।
ঢাকাস্থ খানখানাপুর সমিতির আহ্বায়ক গাজী আশরাফুল বারী মুকুল বলেন, দেশের এই ক্রান্তিলংগে কর্মহীন হয়ে পড়া অনেক মানুষ আছেন যারা অন্যের কাছে হাত পাততে পারেননা। এমন মানুষকে আমরা খুজে বের করে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমাদের এ সংগঠন থেকে সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।