
পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সেনগ্রাম গ্রামের এক বাসচালক (৩০) সোমবার দুপুর দেড়টার দিকে মারা যায়। প্রাথমিকভাবে তাকে করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সেনগ্রামের নিজ বাড়ী থেকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুয়ারা বেগম সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি নবীনগর এলাকায় লোকাল বাস চালাতেন। সম্প্রতি জ্বর-সর্দি-কাশি নিয়ে গোপনে বাড়ীতে অবস্থান করছিলেন। স্থানীয় একজন পল্লী চিকিৎসকের পরামর্শে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসন বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সেনগ্রাম-কালিতলা বাজার, ঘোষপাড়াসহ মৃত ব্যক্তির বাড়ী লকডাউন করে দিয়েছেন। এ ঘটনায় অত্র এলাকায় লোকজনের মাঝে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।