
রাজবাড় মেইলডেস্কঃ করোনাভাইরাস বিস্তার রোধ ও প্রকোপের হাত থেকে জন সাধারনকে মুক্ত রাখতে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ টহল অব্যাহত রেখেছেন। একই সাথে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালন করে কয়েক ব্যাক্তি ও দোকানিকে জরিমানা করেছেন।
সোমবার বেলা এগারটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল হুদা বিভিন্ন রাস্তা, বাজার ও ষ্টেশনে অহেতুক মানুষের ভিড় ও সামাজিক দুরত্ব বজায় রাখতে টহল দিয়েছেন। এসময় লাইফ ফার্মা নামে ষ্টেশন রোড এলাকায় অবস্থিত একটি ওষুধের দোকানে সামাজিক দুরত্ব বজায় না রেখে ওষুধ বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, গত ৭ দিনে জেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সর্তক করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও তিন শতাধিক মানুষকে ৫০০ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।