
ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ রোববার ভোররাতের দিকে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গানসহ আজিদ মন্ডল (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে রোববার ভোররাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মৌরাট ইউনিয়নের জীবননালা মধ্যপাড়া গ্রামের মৃত শওকত মন্ডলের ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে পাংশা থানার উপ-পরিদর্শক (এস.আই) ননী গোপাল সরকার বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আজিদ মন্ডল নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।