
ষ্টাফ রিপোর্টারঃ রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারি চালিত এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ যাত্রী। নিহত যাত্রীর নাম স্বরসতী (৪৫)। সে জেলার পাংশা উপজেলার বনগ্রামের মৃত অপেন্ডোর স্ত্রী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন, শহিদুল ইসলাম (৩৫), মো. কবিরুল ইসলাম (৩০), সালমা খাতুন (৩৫) মো. রিপন (২২), জয়নাল শেখ (৩৫), সেতু আক্তার (২০), রাজিয়া খাতুন (৩৫) ও মো. ইসহাক (১২)।
রাজবাড়ী সদর হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, রাজবাড়ীর আফরা বাসষ্ট্যান্ড এলাকায় অটোরিক্সাটিকে চাপ দেয় ট্রাকটি। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত যাত্রী স্বরসতীকে মৃত্যু ঘোষণা করেন।
গান্দিমারা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, রাজবাড়ী থেকে ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় আফরা রোড থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ওঠতে ছিল। এমন সময় দ্রুত গতির ওই ট্রাকটি অটোরিক্সাকে চাপা দেয়। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।