
ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কার্ডধারী ২৫০ জন প্রতিবন্ধীদের মাঝে রোববার দুপুরে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়। গোয়ালন্দ বাজার খাদ্য গুদাম চত্বরে ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে উপজেলার ৩০ জন হরিজন সম্প্রদায়ের পরিবারে গিয়ে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়া রাতেই ঘুরে ঘুরে ৫০ জন মাহিন্দ্র চালক, ২৩ জন ডেকারেটর শ্রমিক, ৩০ জন ভ্যান চালক, ৫ জন গোয়ালন্দ বাজারের পাহারাদার এবং ২০ জন রিক্সা চালকের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় ইউএনও রুবায়েত হায়াত শিপলু ছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. সাদেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউএনও রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে হরিজন সম্প্রদায়, ভ্যান চালক, রিক্সা চালক, ডেকারেটর শ্রমিক, বাজারের পাহারাদার, মাহিন্দ্র চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যান্য পেশাজীবিদের নামের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। অসহায় কোন ব্যক্তি এই কার্যক্রম থেকে বাদ পড়বে না বলে তিনি জানান।