
ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে টহল জোরদার করেছে। সেই সাথে তাঁরা সর্বত্র মানুষের মাঝে করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়ানোর কাজটিও করছেন।
এদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখায় শনিবার গোয়ালন্দে ৬ জনকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। সাথে ছিলেন গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল হক শুভ ও গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস.আই) ইকবাল আহম্মেদ খান। এসময় সেনাবাহিনীর সদস্যরা মহানুভবতাও দেখান।
শনিবার গোয়ালন্দ বাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘুরে ঘুরে মানুষের আড্ডা-জটলা বন্ধ করে দেন। দোকানের সামনে থাকা বসার স্থানগুলোও সরিয়ে নিতে বলেন। এছাড়া দোকান খুলে যেখানে আড্ডা জমিয়ে ছিল এমন ৬জনকে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এছাড়া কাঁচা বাজারের প্রবেশমুখে আইএফআইসি ব্যাংকের নিচে প্রখর রৌদ্রের মধ্যে অসুস্থ্য হয়ে পড়েন বয়স্ক এক ব্যক্তি। তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষনিকভাবে একটি ব্যাটারীচালিত অটোরিক্সায় করে বাড়ি পৌছে দেয়ার ব্যবস্থা করেন। সেনা সদস্যদের এমন মহানুভবতা দেখে অনেকেই অবাক হন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, আমরা করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সচেষ্ট রয়েছি। এখানে সবাইকে সচেতন হতে হবে। এছাড়া দোকান পাট খোলা রেখে সামাজিক দূরত্ব বজায় না রাখায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনীর গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল হক শুভ বলেন, সরকারের নির্দেশনা পালন করতে আমরা সদা মাঠে রয়েছি। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু জানান, গোয়ালন্দের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় না রাখায় শনিবার ৬ জনের কাছ থেকে ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুনঃ