
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের হাবেলী গোপালপুরে ৫শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ।
এ সময় আফজাল হোসেন খান পলাশ বলেন, করোনা ভাইরাস সংকটে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে এই দুর্দিনে দরিদ্র মানুষের মাঝে আমাদের স্বার্মথ অনুয়ায়ী এই খাদ্য বিতরন তাদের কিছুটা কষ্ট লাঘব করবে। তিনি বলেন, যুবদল অতিতের যে কোন সংকটে মানুষের পাশে এসে দাড়িয়েছে। দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থেকেছে। এখন ধর্য্য ও সহনশীলতার মধ্যে দিয়ে আমাদের এই মহা দুর্যোগ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাস সংকট এর এই দুর্দিনে মানুষের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পাচঁ শত পরিবারের মাঝে দেয়া খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাউল, ডাউল, তৈল, পিয়াজ, আলু ও সাবান।
খাদ্য বিতরনের সময় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন, সহ-সভাপতি কেএম জাফর, মো. আরমান হোসেন, দিদারুল মাহমুদ খান টিটো, মো. ওমর ফারুক, খন্দকার ওমর ফারুক রাজু, মাইদুল ইসলাম কাকন, জব্বার জমাদ্দার, হেমায়েত হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমার শহিদ, যুগ্ন-সম্পাদক শামিমুল হক তালুকদার, আতিকুজ্জামান মিঠু, মোঃ নুরুল আলম, শহিদুল ইসলাম হৃদয়, সহ-সাধারন সম্পাদক নাসির খান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।