০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

ষ্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতির কারণে রাজবাড়ীতে কর্মহীন হয়ে পড়া যৌনকর্মী, হিজড়া গোষ্ঠী ও শ্রমজীবী মানুষের জন্য উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রথমে এসব খাদ্য সামগ্রী বুঝে নেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলেই দৌলতদিয়া যৌনপল্লির সামনে রেলষ্টেশনে যৌনকর্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী যৌনকর্মীদের হাতে তুলে দেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম। তবে এসময় যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। শত শত যৌনকর্মীর ভিড়ে ত্রাণ সামগ্রী বিতরণ করাই দূরহ ব্যাপার হয়ে দাড়ায়। এছাড়া আশপাশের অনেক অতি দরিদ্র মানুষও এসময় সেখানে ভিড় জমায়। দৌলতদিয়া যৌনপল্লির ১২০০ জন ও হিজড়াসহ অন্যান্য আরো ৫০জন সহ গোয়ালন্দে মোট ১২৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, লবন, আলু। প্রত্যেককে একটি করে ছোট বস্তাভর্তি এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-তায়াবীর উপস্থিত ছিলেন।


এদিকে সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৫টি আশ্রয়ন প্রকল্পের ৩৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

শুক্রবার গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চত্বরে উত্তরণ ও মিরা ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় ১৫০ জন অতি দরিদ্র ব্যক্তির মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবন বিতরণ করা হয়। এসময় লোটাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না

পোস্ট হয়েছেঃ ০২:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতির কারণে রাজবাড়ীতে কর্মহীন হয়ে পড়া যৌনকর্মী, হিজড়া গোষ্ঠী ও শ্রমজীবী মানুষের জন্য উত্তরণ ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রথমে এসব খাদ্য সামগ্রী বুঝে নেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলেই দৌলতদিয়া যৌনপল্লির সামনে রেলষ্টেশনে যৌনকর্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী যৌনকর্মীদের হাতে তুলে দেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান পিপিএম। তবে এসময় যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। শত শত যৌনকর্মীর ভিড়ে ত্রাণ সামগ্রী বিতরণ করাই দূরহ ব্যাপার হয়ে দাড়ায়। এছাড়া আশপাশের অনেক অতি দরিদ্র মানুষও এসময় সেখানে ভিড় জমায়। দৌলতদিয়া যৌনপল্লির ১২০০ জন ও হিজড়াসহ অন্যান্য আরো ৫০জন সহ গোয়ালন্দে মোট ১২৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, লবন, আলু। প্রত্যেককে একটি করে ছোট বস্তাভর্তি এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-তায়াবীর উপস্থিত ছিলেন।


এদিকে সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৫টি আশ্রয়ন প্রকল্পের ৩৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

শুক্রবার গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চত্বরে উত্তরণ ও মিরা ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় ১৫০ জন অতি দরিদ্র ব্যক্তির মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবন বিতরণ করা হয়। এসময় লোটাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুন-অর রশিদ উপস্থিত ছিলেন।