মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা প্রশাসন ও সেনা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। পাংশা শহরের কালীবাড়ী তিন রাস্তা মোড়ে অভিযানের সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদসহ সঙ্গীয় সেনা সদস্য ও পাংশা মডেল থানার এস.আই মো. এনছের আলীসহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন।