০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে স্বামী ও স্ত্রী ভর্তি, ৪ বাড়ি লকডাউন

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মিজানুর রহমান (৪৬) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৭) নামের দুজনকে ভর্তি করেছে প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে নিয়ে এসে ভর্তি করা হয়। তাদের বাড়ি জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রামে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ঐ গ্রামের ৪ টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার জানান, মিজানুর রহমান ফরিদপুর শহরের ইজিবাইক চালাতেন। সে গত ২৬ তারিখ ফরিদপুর শহর থেকে ইজিবাইক চালিয়ে বাড়িতে আসে। এরপর তার মধ্যে ঠান্ডা-কাশি দেখা দেয়। এরপর মঙ্গলবার রাতে তার শ্বাস কষ্ট বেশি অনুভব করলে সে নিজেই প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন তাকে এ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এনে ভর্তি করে। বর্তমানে তারা দুজনে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঐ এলাকার ১০ বাড়িকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন বলেও তিনি জানান।

এদিকে আইসোলেশনে থাকা মিজানুর রহমান এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মঙ্গলবার বিকেল থেকে প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয়। আর এ বিষয়টি আমি টের পাওয়ার সাথে সাথে আমি আমাদের গ্রামের একটি মাঠের মধ্যে গিয়ে বসে থাকি। এরপর স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এনে ভর্তি করার ব্যবস্থা গ্রহন করে। এখন আমি অনেকটা সুস্থ্যতা বোধ করছি। তিনি বলেন মঙ্গলবার বিকেলে প্রচুর গরম পানি পান করেছিলাম এ কারনেই এমন ঘটানো ঘটে থাকতে পারে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, মিজানুর রহমান ও তার স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরীক্ষা শেষে বলা যাবে তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন কিনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে স্বামী ও স্ত্রী ভর্তি, ৪ বাড়ি লকডাউন

পোস্ট হয়েছেঃ ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মিজানুর রহমান (৪৬) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৭) নামের দুজনকে ভর্তি করেছে প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে নিয়ে এসে ভর্তি করা হয়। তাদের বাড়ি জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রামে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ঐ গ্রামের ৪ টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার জানান, মিজানুর রহমান ফরিদপুর শহরের ইজিবাইক চালাতেন। সে গত ২৬ তারিখ ফরিদপুর শহর থেকে ইজিবাইক চালিয়ে বাড়িতে আসে। এরপর তার মধ্যে ঠান্ডা-কাশি দেখা দেয়। এরপর মঙ্গলবার রাতে তার শ্বাস কষ্ট বেশি অনুভব করলে সে নিজেই প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন তাকে এ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এনে ভর্তি করে। বর্তমানে তারা দুজনে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঐ এলাকার ১০ বাড়িকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন বলেও তিনি জানান।

এদিকে আইসোলেশনে থাকা মিজানুর রহমান এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মঙ্গলবার বিকেল থেকে প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয়। আর এ বিষয়টি আমি টের পাওয়ার সাথে সাথে আমি আমাদের গ্রামের একটি মাঠের মধ্যে গিয়ে বসে থাকি। এরপর স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এনে ভর্তি করার ব্যবস্থা গ্রহন করে। এখন আমি অনেকটা সুস্থ্যতা বোধ করছি। তিনি বলেন মঙ্গলবার বিকেলে প্রচুর গরম পানি পান করেছিলাম এ কারনেই এমন ঘটানো ঘটে থাকতে পারে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, মিজানুর রহমান ও তার স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরীক্ষা শেষে বলা যাবে তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন কিনা।