
মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশায় মঙ্গলবার (৩১ মার্চ) দ্বিতীয় দিনের মত বাংলাদেশ সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এছাড়া পথচারী, ভ্যান-রিক্সা-অটোবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্র লোকজনের মাঝে সেনাবাহিনী তাদের নিজস্বভাবে প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে।
মঙ্গলবার সকালে জীবাণুনাশক পানি স্প্রে করার পর, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যক্রমে সকলকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদ। এর আগে সকালে পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলরদের সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদ।
এ সময় পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মুন্সী ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল ওয়াহাব সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিবের উপস্থিতিতে শহরে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়।