
ষ্টাফ রিপোর্টারঃ বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলায় গ্রাস করেছে মরণঘাতক করোনা ভাইরাস। করোনা ভাইরাস এর সংক্রমন আতংকে দিনযাপন করছে অধিকাংশ মানুষ। আর এর মধ্যে সবচে বেশি কষ্টের মধ্যে দিন পার করছে গরীব অসহায় খেটে খাওয়া মানুষগুলো। তাদের দুই বেলা ঠিকমতো খাবারও জুটছে না কপালে।
তেমনই কিছু মানুষ বিভন্ন জেলা থেকে কাজের খোজে আশা কর্মহীন হয়ে পরে আছে রাজবাড়ী রেল স্টেশনে এলাকায়। অনাহারে কাটছে তাদের দিন। এমন অসহায় খেটে খাওয়া মানুষগুলোকে মানবিক রাজবাড়ীর পক্ষ থেকে রোববার রাতে রাতের খবার, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. ওমর শরিফ, জিআরপি থানার ওসি মনিরুজ্জামান, মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম, মানবিক রাজবাড়ীর ধর্মীয় বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম সাকিব রাফি, সদস্য মো. স্বাধীন, মো. আসিবসহ সংগঠনের অন্যন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।