ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্কুল-কলেজ পড়–য়া কিছু তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “আলোর উদ্ভাবক ফাউন্ডেশন”। এই সংগঠনটির উদ্যোগে করোনাভাইরাসে বিপাকে থাকা দুস্থ্য মানুষের মাঝে সোমবার ও আগের দিন রোববার খাবার সামগ্রী বিতরণ করেন।
গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার কয়েকটি এলাকা বাছাই করে অর্ধশতাধিক ব্যক্তির মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম করে তেল, ১ কেজি করে লবনসহ কিছু কাঁচা তরিতরকারি বিতরণ করেন। এসময় সংগঠনটির পক্ষ থেকে ঘুরে ঘুরে এসব খাবার সামগ্রী বিতরণ করেন সফিক মন্ডল, নাজমুল ইসলাম, রিয়াদ মাহমুদ সোহাগ, আসাদুজ্জামান রিয়াদ, সোয়াইব আহমেদ, তানজিম হাসান ও রেজাউল ইসলাম।
সংগঠনটির অন্যতম উদ্যোক্তা সফিক মন্ডল বলেন, দেশে বর্তমানে করোনাভাইরাসের কারণে বহু মানুষ বেকার হয়ে পড়ছে। এছাড়া অনেক অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা দূরের কোথাও কাজ করে খায়। বর্তমানে এসব মানুষ একেবারে বেকার হয়ে পড়ায় কারো কাছে হাত পাততে পারছে না। আবার মুখ বুঝে থাকতেও পারছেনা। এমন অনেক মানুষকেই আমরা খুজে বের করার চেষ্টা করছি। তাদেরকে খুজে বের করে অন্তত এক সপ্তাহ চলার উপযোগী খাবার সামগ্রী তার বাড়ি পৌছে দিচ্ছি।