
হেলাল মাহমুদঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নিজ উদ্যোগে করোনা ভাইরাসের কারণে অসহায় পাঁচ শতাধিক অসহায়, দুঃস্থ্য মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যে সহায়তা প্রদান করা হয়। রিক্সাচালক, দিনমুজর, চায়ের দোকানী, প্রতিবন্ধীসহ দুঃস্থ্য পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাউল, ২ কেজি করে আলু ও ১ কেজি করে ডাউল সামগ্রী দিনব্যাপী বিতরন করা হয়।
খাবার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, যুগ্ন-সম্পাদক আজিজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, সহ-সভাপতি বাদশা আলমগীরসহ আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন