
হেলাল মাহমুদঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষায় বিশেষ সুরক্ষার পোষক হিসেবে চিকিৎসক, সেবিকা ও স্টাফদের মাঝে ৩১ পিচ পারসসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দিকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে এবং তাঁর অর্থায়নে এসব পিপিই বিতরণ করা হয়।
পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফী উদ্দীন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আঞ্জুয়ারা খাতুন সুমি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তরুন কুমার পাল, ডাঃ তাশপিয়া জেসমিন প্রমুখ। দেশের এই ক্রান্তি লংগ্নে চিকিৎসক ও সেবিকাদের জন্য এমপি পুত্রের কাছ থেকে করোনাভাইরাস মোকাবেলায় বিশেষ সুরক্ষার পোষাক পেয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।