June 9, 2023, 8:25 pm
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন বৃষ্টির জন্য রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসায় বিশেষ নামাজ আদায় যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেল গৃহবধু, দুই বন্ধু গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষক পিতাকে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিল কিশোরী গোয়ালন্দে যুবদলের ৪টি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ

গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ নেতার বোন অপহৃতের অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২০
  • 136 Time View
শেয়ার করুনঃ

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ নেতার নবম শ্রেণীর পড়ুয়া বোন (১৫) অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত শনিবার গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এতে গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের জলিল সরদারের ছেলে জীবন সরদারকে (২১) অভিযুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, অপহরণকৃত স্কুল ছাত্রী গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী (১৫)। গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির একমাত্র বোন। গত ২৪ মার্চ বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে এলাকার বিল্লাল মোল্লার মুদি দোকানে শ্যাম্পু কিনতে যায়। দোকান থেকে স্থানীয় জুলহাস কাজীর ঘরের পিছনের সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পথরোধ করে জীবন সহ আরো ২-৩জন। এসময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে জোরপূর্বক তুলে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দিকে চলে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও মামলার অভিযোগ পত্রের স্বাক্ষী সিরাজুল ইসলাম মৃধা জানান, দেওয়ান পাড়া গ্রামের জুলহাস কাজীর বাড়ির পিছনের পাকা সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ২-৩ জনের সহযোগিতায় স্কুল ছাত্রীকে একটি অটোরিক্সায় করে জীবন জোরপূর্বক তুলে নিয়ে যেতে দেখি। পরক্ষণেই বিষয়টি আশার পরিবারকে জানায়।

মামলার বাদী স্কুল ছাত্রীর মা জানান, আমার মেয়ে স্কুলে যাতায়াতের পথে মাঝে মধ্যে জীবন তাকে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। আমার মেয়ে বিষয়টি বাড়িতে জানালে আমি উপরোক্ত বিবাদীকে বারণ করি। এতে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে রাস্তাঘাটে বেশি করে উত্যক্ত করতে থাকে এবং অপহরণের সুযোগ খুঁজতে থাকে।

বড় ভাই গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, বিষয়টি তারা জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করে বোনের সন্ধান পাননি। কোথাও না পাওয়ায় আমরা থানা পুলিশের কাছে সাহায্য চাই। কিন্তু পুলিশ খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি জেলা পুলিশ প্রশাসনকে অবগত করা হয়। অবশেষে শনিবার এ বিষয়ে আমার মা বাদী হয়ে থানায় মামলাটি করেন। তবে এখন পর্যন্ত আমার নাবালিকা স্কুল পড়ুয়া বোনের সন্ধান পাইনি এমনকি অভিযুক্ত জীবনও গ্রেপ্তার হয়নি।

এদিকে থানায় অপহরণ মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত জীবন সরদার ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে। যে কারণে জীবনের পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, গত শুক্রবার থানায় অভিযোগ দেওয়ার পর প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত তরুণের সাথে ওই স্কুল ছাত্রীর প্রেমের সর্ম্পক রয়েছে। প্রেমের কারণে পালিয়ে গেলেও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শনিবার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। তবে তাকে উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102