০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দ হাসপাতালে করোনাভাইরাসের প্রভাব, রোগী যাতায়াত অর্ধেকে নেমেছে

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতালে অন্তবিভাগ ও বর্হিবিভাগে আগের তুলনায় অর্ধেকের নিচে নেমে গেছে। চলতি মার্চ মাসের প্রথম দিকে প্রতিদিন যে পরিমান রোগীর চাপ থাকতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে জরুরী ছাড়া তেমন কেউ হাসপাতালমুখী হচ্ছে না।

শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতাল এক ধরনের ফাকা পড়ে আছে। জরুরী বিভাগে একজন স্বাস্থ্য সহকারীকে নিয়ে বসে আছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ। এ সময় দৌলতদিয়া ঘাট এলাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের মারামারির ঘটনায় দুই পাহারাদার আহত হলে চিকিৎসার জন্য আসে।

 


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জন রোগী ভর্তি রয়েছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে ৪০ থেকে ৫০ জনের মতো রোগী ভর্তি থাকতো। আগে প্রতিদিন বর্হিবিভাগে গড়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ চিকিৎসা সেবা নিতে আসতো। করোনাভাইরাসের প্রভাবের পর থেকে বর্তমানে গড়ে কখনো ১০০ জনের মতো চিকিৎসা সেবা নিতে আসছে। আবার কখনো কখনো সংখ্যায় তার নিচে নেমে যায়। বর্তমানে স্বাভাবিক জ¦র, ঠান্ডা, কাঁশি, পেট ব্যাথা বা ডায়রিয়া জনিত সমস্যার কারণে মানুষ আসছে। এ ছাড়া সাধারণ কোন সমস্যা হলে সহজে কেউ আসছে না।

কেউ কেউ জ¦র বা ঠান্ডা জনিত সমস্যার কারণে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগও প্রকাশ করেছেন। উজানচরের নতুন পাড়া গ্রামের আসাদুজ্জামান বলেন, তিন দিন আগে আমি নিজে ঠান্ডা ও জ¦র নিয়ে হাসপাতালে গেলে আমাকে ভালো না দেখে কোন ওষুধ না দিয়ে পাঠিয়ে দেয়।

 


আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, আগে অধিকাংশ মানুষ বাড়িতে ওষুধ নেয়ার জন্য চিকিৎসক দেখাতে আসতেন। হালকা ঠান্ডা, কাশি, জ¦র বা ডায়রিয়া দেখা দিলে কখনো এ ধরনের কথা বলেই ওষুধ নিয়ে যেত। এ ধরনের লোকের সংখ্যা ছিল অনেক। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই শ্রেণীর লোক সংখ্যা অনেক কমে গেছে। এখন প্রকৃতপক্ষেই অসুস্থ্য রোগীরাই চিকিৎসা সেবা নিতে হাসপাতালে আসছেন। যে কারণে আগত মানুষের সংখ্যা আগের থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরো বলেন, এখন পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় একজনও করোনা আক্রান্ত রোগী বা ভাইরাসে সংক্রমিত মানুষ পাওয়া যায়নি। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলিশেনর জন্য পাঁচটি বেড প্রস্তুত রাখা হয়েছে। ঠান্ডা, জ¦র জনিত কারণে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, অনেক সময় হাসপাতালের ওষুধ শেষ হয়ে যায়। কেউ ডাক্তার দেখানোর পর ওষুধ না পেয়ে বাইরে গিয়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করে থাকেন যা আদৌ সঠিক নয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

গোয়ালন্দ হাসপাতালে করোনাভাইরাসের প্রভাব, রোগী যাতায়াত অর্ধেকে নেমেছে

পোস্ট হয়েছেঃ ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতালে অন্তবিভাগ ও বর্হিবিভাগে আগের তুলনায় অর্ধেকের নিচে নেমে গেছে। চলতি মার্চ মাসের প্রথম দিকে প্রতিদিন যে পরিমান রোগীর চাপ থাকতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে জরুরী ছাড়া তেমন কেউ হাসপাতালমুখী হচ্ছে না।

শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার হাসপাতাল এক ধরনের ফাকা পড়ে আছে। জরুরী বিভাগে একজন স্বাস্থ্য সহকারীকে নিয়ে বসে আছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ। এ সময় দৌলতদিয়া ঘাট এলাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের মারামারির ঘটনায় দুই পাহারাদার আহত হলে চিকিৎসার জন্য আসে।

 


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জন রোগী ভর্তি রয়েছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে ৪০ থেকে ৫০ জনের মতো রোগী ভর্তি থাকতো। আগে প্রতিদিন বর্হিবিভাগে গড়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ চিকিৎসা সেবা নিতে আসতো। করোনাভাইরাসের প্রভাবের পর থেকে বর্তমানে গড়ে কখনো ১০০ জনের মতো চিকিৎসা সেবা নিতে আসছে। আবার কখনো কখনো সংখ্যায় তার নিচে নেমে যায়। বর্তমানে স্বাভাবিক জ¦র, ঠান্ডা, কাঁশি, পেট ব্যাথা বা ডায়রিয়া জনিত সমস্যার কারণে মানুষ আসছে। এ ছাড়া সাধারণ কোন সমস্যা হলে সহজে কেউ আসছে না।

কেউ কেউ জ¦র বা ঠান্ডা জনিত সমস্যার কারণে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগও প্রকাশ করেছেন। উজানচরের নতুন পাড়া গ্রামের আসাদুজ্জামান বলেন, তিন দিন আগে আমি নিজে ঠান্ডা ও জ¦র নিয়ে হাসপাতালে গেলে আমাকে ভালো না দেখে কোন ওষুধ না দিয়ে পাঠিয়ে দেয়।

 


আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, আগে অধিকাংশ মানুষ বাড়িতে ওষুধ নেয়ার জন্য চিকিৎসক দেখাতে আসতেন। হালকা ঠান্ডা, কাশি, জ¦র বা ডায়রিয়া দেখা দিলে কখনো এ ধরনের কথা বলেই ওষুধ নিয়ে যেত। এ ধরনের লোকের সংখ্যা ছিল অনেক। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই শ্রেণীর লোক সংখ্যা অনেক কমে গেছে। এখন প্রকৃতপক্ষেই অসুস্থ্য রোগীরাই চিকিৎসা সেবা নিতে হাসপাতালে আসছেন। যে কারণে আগত মানুষের সংখ্যা আগের থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরো বলেন, এখন পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় একজনও করোনা আক্রান্ত রোগী বা ভাইরাসে সংক্রমিত মানুষ পাওয়া যায়নি। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলিশেনর জন্য পাঁচটি বেড প্রস্তুত রাখা হয়েছে। ঠান্ডা, জ¦র জনিত কারণে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, অনেক সময় হাসপাতালের ওষুধ শেষ হয়ে যায়। কেউ ডাক্তার দেখানোর পর ওষুধ না পেয়ে বাইরে গিয়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করে থাকেন যা আদৌ সঠিক নয়।