September 24, 2023, 10:46 am
শিরোনামঃ
রাজবাড়ীর হাসপাতালগুলোতে ধারন ক্ষমতার চারগুন রোগী ভর্তি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন গোয়ালন্দের জাকির হোসেন দৌলতদিয়ায় জ্ঞানের আলো সমাজ কল্যাণ এর উদ্যোগে তালের চারা রোপন  গোয়ালন্দে ১৪ মামলার আসামী, মাদক কারবারী ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ গোয়ালন্দে পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ৩৮ হাজারে বিক্রি জেলার সেরা প্রধান শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার মুঞ্জুয়ারা কাদরী রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুব মহিলা লীগ নেত্রী রুমানার মৃত্যু গোয়ালন্দে হেরোইনসহ ৭ মাদক মামলার আসামী নারী গ্রেপ্তার গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন সৌদি প্রবাসী খানখানাপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোয়ালন্দ ফুটবল একাডেমী

করোনা ভাইরাস ঠেকাতে উদাহরণ সৃষ্টি করলো রাজবাড়ীর মন্ডল বাড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২০
  • 317 Time View
শেয়ার করুনঃ

সাইদুল হাসানঃ স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিষ্ণুপুর গ্রামের মন্ডল বাড়ি বাংলাদেশে করোনা ভাইরাস ঠেকাতে উদাহরণ সৃষ্টি করলো।

সারা পৃথিবীতে যখন বিভিন্ন উন্নত দেশে লকডাউন বিরাজ করছে। অনেক দেশে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে যখন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। রাস্তায় রাস্তায় যখন আর্মি টহল দিচ্ছে। সারা দেশের শিক্ষিতজন, বুদ্ধিজীবী, সচেতন সমাজ যখন হোম করোনটাইনে ব্যস্ত। কেউ যখন ঘর থেকে বের হচ্ছে না। রেডিও, টিভি, নিউজ পেপারসহ বিভিন্ন মিডিয়াতে যখন হাত ধোয়া, হাত ধোয়া বলে মুখে ফুপরি তুলে ফেলছে। কেউ ঘরে থেকে বের হচ্ছে না। বিষয়টা এমন হয়েছে যে হাতে অস্ত্রনেই, কিন্তু বার বার বলা হচ্ছে যুদ্ধ কর।

তখন সেই সময় অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হোসেন সাচ্চু নামক এক ব্যাক্তির অকুতোভয় নেতৃত্বে মন্ডল পরিবার থেকে, সমস্ত মৃত্যু, ভয়ডর উপেক্ষা করে ৪০ দুস্থ-বিধবা এতিম পরিবার কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কি ভাবে হাত ধুতে হয়? তাদের হাতে তুলে দেয়া হয় হাত ধোয়ার উপকরণ।

কেউ না দেখলে বিশ্বাস করবেননা কি নিয়ম মেনে দেয়া হলো এই উপকরণ গুলো। যে স্থান থেকে এই কাজটি সম্পূর্ণ হলো, সেটা হচ্ছে সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট আঙিনা। দুইদিন আগে থেকে আঙিনার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। জীবাণুনাশক স্প্রে করা হয় বারবার। ৪ ফিট পর পর গোল বৃত্ত আঁকা হয়। সেখানে আলাদা আলাদা করে রাখা হয় চেয়ার অথবা টুল। এক সারিতে ৪ ফুট পর পর রাখা হয় ৬টা ব্রেঞ্চ। ব্রেঞ্চের পাশে রাখা হয় ৬টা বালতি। পানি পূর্ণ বালতি ও মগের সাথে হাত ধোয়ার সাবান।

আঙিনায় ঢোকার মুখে রাখা হয় জীবাণু নাশক স্যানেটাইজার। প্রত্যেকে জীবাণু মুক্ত হয়ে আঙিনায় প্রবেশ করেন। বসেন ৪ ফুট দূরে দূরে।

হাত ধোয়ার প্রশিক্ষণ দেন বরাট ভাকলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সম্পা প্রামাণিক। উপস্থিত ছিলেন ডা.মোতালেব মিয়া, নাজমুল ইমাম ও সেজান মাহমুদ অতুল।

অনুষ্ঠান স্থলে সাংবাদিক বন্ধুরাও আসেননি সম্ভবত নিজ নিরাপত্তার কথা বিবেচনা করে। বরং এনটিভি থেকে অনুষ্ঠান বন্ধের কথা বলা হয়েছিলো। উল্লেখ করা হয়েছিল সংক্রামক ব্যাধির আইন সম্পর্কে। থানা প্রশাসন সম্পর্কেও সতর্ক করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার পর অনুষ্ঠান সীমিত করা প্রসংগে সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট এর সভাপতি জাহাঙ্গীর হোসেন সাচ্চু কে জানতে চাইলে তিনি বলেন- “আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দান কালে বলেছেন- ‘করোনা ভাইরাস মোকাবেলা একটি যুদ্ধ।’ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সবাই যুদ্ধ করেনি। অনেকেই ঘরে ছিলো। যারা যুদ্ধ করেছিল, তারা মৃত্যু ভয় করেনি। মৃত্যু জেনেই দেশ মাতৃকার তরে স্বাধিকার অর্জনে ঝাঁপিয়ে পড়েছিল। তেমনি মনে কর আমি মৃত্যু জেনেই মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজকের অনুষ্ঠান কোনো ভাবেই বন্ধ হবে না। ওদের জানিয়ে দাও।

আরো বলেন- যে দেশে এখনো নিরক্ষরতার হার ৪০.১৪ শতাংশ। সেখানে কিভাবে ঐ মানুষ গুলো সচেতন হবে? আমরা যদি না এগিয়ে আসি। যে দেশে এখনো দারিদ্র্যের হার ২০.০৫ শতাংশ। যারা দিন আনে দিন খায়। যারা দুস্থ-এতিম, বিধবা, হতদরিদ্র, তারা কি ভাবে সাবান কিনে ১৫ মিনিট পর পর হাত ধোবে। যেখানে দুবেলা ক্ষুধা নিবারণ করাই তাদের জন্য কষ্ট সাধ্য।

তোমরা যে সোশ্যাল ডিসটেন্সের কথা বলছ, সেটা আমি বুঝি। তোমরা যে সোশ্যাল চেইন ভেঙে দেবার কথা বলছ, সেটাও বুঝি। আমি তোমাদের সচেতন সমাজ কে বলে দিতে চাই- নিজাকে বাঁচাতে ঘরে বসে থাকলেই হবে না। তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি স্যালুট জানাই সেই সকল ডাক্তারদের। যারা মৃত্যু জেনেও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলছেন। তা না হলে মৃত্যু হার আরও অনেক গুন বেড়ে যেতো। আমি মনে করি মুক্তিযুদ্ধের মতো এটাও আমাদের আর এজটি যুদ্ধ। এ যুদ্ধে জয় আমাদের হবেই। এরকম মহামারি পৃথিবীতে আরও অনেকে হয়েছে। হয়েছে ১৩২০ সালে,১৪২০ সালে,১৫২০সালে, ১৬২০সালে,১৭২০ সালে, ১৯২০ সালে। এসকল মহামারি জয় করেই মানবসভ্যতা এগিয়ে যাবে। জয় হোক মানব সভ্যতার।”

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সত্যিই এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করলো মন্ডল পরিবারের সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্ট পরিচালিত দুস্থ-এতিম প্রযত্ন প্রকল্প দাতব্য চিকিৎসালয়। তাদের এ মহতি কাজকে সম্মান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102