
ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কৃষকদের মাঝে সাবান, ডেটল সামগ্রী বিতরণ করেছে বন্ধুমহল-২০০৯। বৃহস্পতিবার ও গতকাল বুধবার গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে কৃষকদের হাতে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে তাদের মাঝে করোনাভাইরাস সর্ম্পকে সচতেনতা সৃষ্টি করা হয়।
বন্ধুমহলের অন্যতম উদ্যোক্তা সফিক মন্ডল জানান, এসএসসি-২০০৯ সালের বন্ধু মহলের উদ্যোগে গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া, বিলডাঙ্গা, নগর রায়ের পাড়া, বেরিবাধ, দেবগ্রামের তেনাপচা সহ উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক কৃষক ও কৃষি কাজের সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের মাঝে ডেটল সাবান, স্যাভলন সাবান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তাদের মাঝে করোনা ভাইরাস সর্ম্পকে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হয়। কিছু বাড়ি বাড়ি গিয়েও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বন্ধুমহলের পক্ষ থেকে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তসহ বন্ধুমহলের মোট চারজন বন্ধু মিলে এ কার্যক্রম চালান।