June 9, 2023, 9:24 pm
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন বৃষ্টির জন্য রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসায় বিশেষ নামাজ আদায় যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেল গৃহবধু, দুই বন্ধু গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষক পিতাকে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিল কিশোরী গোয়ালন্দে যুবদলের ৪টি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ

গোয়ালন্দে নিষেধাজ্ঞা মানছে না, তবুও বাজারে ভিড় করছে মানুষ (ভিডিও সহ)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২০
  • 120 Time View
শেয়ার করুনঃ

রাকিবুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাজারগুলোতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গ্রামাঞ্চলে হাট-বাজার বসছে। বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে এমনই চিত্র দেখা যায়। অথচ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বত্র সাধারণ দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বাজার বসেছে। শাক-সবজিসহ বিভিন্ন অঞ্চল থেকে আনা মাছ বেচাকেনা চলছে। এছাড়া এলাকায় চায়ের দোকান ও মুদিখানা দোকান খোলা রেখেছে। ফলে মানুষের ভিড় সকাল থেকেই চলছে। এমন ভিড় সামাল দিয়েই মানুষজন কেনাকাটা করছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য ও পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল বলেন, আজকাল সহজে কেউ কথা শুনতে চায়না। কে শুনে কার কথা। ওইভাবে বলিনি। তবে বলেছিলাম ভিড় করা ঠিক না। কিন্তু ইউনিয়ন পরিষদের সামনে রীতিমতো বাজার বসেছে।

দৌলতদিয়া ঘাট বাজারে দেখা যায়, বাজারের ভিতর একপাশ থেকে আরেক পাশে ভিড়ের কারণে যাওয়া যাচ্ছে না। মানুষ রাস্তার দুই পাশে শাক-সবজির পসরা নিয়ে বসেছেন। চায়ের দোকানও খোলা রয়েছে। কেউ চা খাচ্ছে আর জম্পেশ আড্ডা দিচ্ছে। আবার কেউ খোশ মেজাজে কেনাকাটা করছে। মানুষের ভিড় সামলে কয়েকজনের সাথে কথা বলতেই স্থানীয় অনেকে দোকানী ক্ষুদ্ধ হয়ে বললেন, যেখানে মানুষ একত্রে একাধিক লোক দাড়ানো নিষেধ, সেখানে দেখেন কিভাবে হাট বসেছে।

দেবগ্রাম থেকে গাজর ও টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক ইউসুফ সরদার ও উসমান সরদার দুই ভাই। তারা বলেন, করোনা নিয়ে তেমন কারো মধ্যে দুশ্চিন্তা দেখছিনা। তবে সবাই কিছুটা সতর্ক থাকার চেষ্টা করছে। এরপর শাক-সবজি বেচাকেনা না হলে কৃষক বাঁচবে কিভাবে? সকালে তাই একমন গাজর বিক্রি করতে নিয়ে এসেছি।

বাজার করতে আসা স্থানীয় যুবক রাশেদ শেখ বলেন, আরো সকালে অনেক মানুষের ভিড় ছিল। ভিড়ের মধ্যে পা ফেলার জায়গাটুকো ছিল না। তখন আসলে দেখতে পারতেন মানুষের অবস্থা। এত ভিড়ের কারণে কিছু কেনাকাটা করবো ভয় লাগছে।

বেসরকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাজার করতে এসে মানুষের ভিড় দেখে সটকে পড়েন। আলাপকালে তিনি বলেন, এভাবে মানুষের ভিড় থাকলে বাজার করবো কিভাবে? এরাই করনোভাইরাসের সংক্রমণ ছড়াবে। কে সুস্থ্য আর কে অসুস্থ্য তা চিনবো কিভাবে? তাই এত ভিড়ের মধ্যে বাজার করার সাহস পেলাম না। প্রয়োজনে পড়ে আসবো।

বুধবার সন্ধ্যার পর চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়, অধিকাংশ দোকান পাট খোলা। সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় মানুষের ভিড় লেগেই আছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। এমনকি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওষুধ ও কাঁচাপণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। আমি নিজে ঘুরে ঘুরে করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিচ্ছি। এখন কেউ এ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102