
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অনুষ্ঠিত বিএনপি'র সভায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়। দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত জনসভা বৃহস্পতিবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক সহ সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দীন প্রমূখ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু এবং রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছরে আমাদের অঞ্চলের উন্নয়নের প্রতি কোন নজর দেয়নি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সময় এসেছে অধিকার বাস্তবায়ন করার। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু, পদ্মা ব্যারেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলওয়ে ওয়ার্কশপ সহ এ অঞ্চলের মানুষের উন্নয়নে সকল দাবি-দাওয়া পূরন হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। বহু নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।
তিনি বলেন, পদ্মাসেতুর জন্য আন্দোলন করেছি, পদ্মাসেতু হলে এই জেলার উন্নয়ন হবে। খুলনা এবং বরিশাল বিভাগের চাপে আমরা এখানে পদ্মাসেতু করতে পারি নাই। কিছুদিন আগে ঢাকায় সেমিনার করেছি, গতকাল ঢাকায় মিটিং করলাম। আমরা পদ্মা ব্যারেজ ও পদ্মাসেতু নির্মাণ কমিটি করেছি। আমরা বর্তমান সরকার ড. মুহাম্মদ ইউনুসের কাছে লিখেছি। তিনি চিঠির কারণে, সেমিনারের কারণে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন পদ্মা ব্যারেজ এখানেই হবে। এর বাইরেও বলেছি পদ্মাসেতু করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুইবার ঘোষণা দিয়েছেন পদ্মাসেতু হবে, শুধু আমাদের একসঙ্গে থাকতে হবে। সেতু হলে আপনারা ঢাকাতে যেতে পারবেন এক-দেড় ঘন্টায়, রেলের সংযোগ হবে।
খৈয়ম বলেন, আমাকে অনেকে অনেকে কিছু বলে, আমি কিছু মনে করিনা। আপনাদের দোয়া নিয়ে আমি কয়েকদিন আগে আল্লাহর দরবারে গিয়েছিলাম। আমাদের পবিত্র মক্কা ও মদিনা শরীফে গেছি। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মাজার জিয়ারত করেছি। সেখানে আমি সবার জন্য দোয়া করেছি। বন্ধুরা আমার আপনাদের জন্য আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি। আপনারা আমার পাশে থাকবেন। আমি চিরদিন আপনাদের পাশে থাকতে চাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।