
মইনুল হক মৃধাঃ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সারাদিন ব্যাপী উপজেলা শহর সহ বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি এড়াতে সচেতনতামূলক প্রচারণা চালায়। একই সাথে তারা ৩০০ জন দরিদ্র দুঃস্ত ব্যক্তি ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে সাবান সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার সকালে গোয়ালন্দ বাজারে রিক্সা ও ভ্যান চালকদের মাছে সচেতনতামূলক প্রচারণা ও সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা এম রাশেদুল হক। এসময় অন্যান্যের মধ্যে বন্ধুসভার উপদেষ্টা, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমদাদুল হক পলাশ, সদস্য আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তারা হত দরিদ্র মানুষ ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে সাবান সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হন। পাশাপাশি প্রতিদিন যতবার বাইরে থেকে ফিরবেন ততবার সাবান দিয়ে ভালো করে দুই হাত ধুতে হবে। বন্ধুসভার সদস্যদের নিজস্ব অর্থায়নে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি কার্যক্রমের অংশ হিসেবে সাবান সামগ্রী বিতরণ করেন।