নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ রিপন রায় (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়ার দূর্গা রায় এর ছেলে। মঙ্গলবার সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নুরাল পাগলার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে রিপন রায়ের বাড়ি থেকে লুট করা খাটের চড়াট বা মাচা উদ্ধার করে পুলিশ। তাকে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সন্ধ্যায় তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ রোববার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এই নিয়ে পুলিশ নুরাল পাগলার দরবারে হামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নুরাল পাগলার দরবারে হামলা ও লুটপাটের ভিডিও যাচাই বাছাই করে নুরাল পাগলার বাড়ি থেকে খাটের চরাট (মাচা) নিয়ে যায় রিপন। রোববার রাতে রিপনের বাড়ির পাশে জঙ্গলে লুকিয়ে রাখা খাটের তিনটি মাচা উদ্ধারসহ তাকে গ্রেপ্তারের পর সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।
নুরাল পাগলার কবর কয়েক ফুট উচুঁ থেকে নিচুতে নামিয়ে আনাসহ কয়েকটি দাবি জানিয়ে গত ৫ সেপ্টেম্বর ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার পূর্ব ঘোষিত গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে সমাবেশের আয়োজন করা হয়। ওইদিন দুপুরে সভা থেকে একটি উত্তেজিত দল নিষেধ অমান্য করে পুলিশের ওপর হামলা ও পুলিশের দুটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি ভাঙচুর করে। হামলায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। এর কিছুক্ষণ পর আরেকটি উচ্ছৃঙ্খল দল নুরাল পাগলার দরবার ও বাড়িতে কয়েক দফা হামলা ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদি হয়ে প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ১৬ জনতে গ্রেপ্তার করে।
অপরদিকে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর রাতে থানায় প্রায় চার হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় রিপন রায়সহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে। দুটি মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ২৮জনকে গ্রেপ্তার করেছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।