মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন ও পুলিশ। শনিবার সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে মালিক বিহীন আড়াই লাখ বর্গ মিটার দৈর্ঘের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা। এ সময় এসআই মেহেদী হাসান অপূর্ব সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর কলাবাগান থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন না ব্যবহার করে।
ইউএনও নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ধ্বংসে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে আড়াই লাখ বর্গ মিটার জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ এই জালটি ব্যবহার করা নিষেধ, এই জাল থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না, দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদীতে যেসব জাল নিষিদ্ধ আছে কোন জেলেরা যেন সেসব জাল ব্যবহার না করে।
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।