নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পৃথিবীর অনেক দেশ আছে যাদের মূল অর্থনীতি আসে পর্যটন খাত থেকে। এ জন্য আমাদের দেশের পর্যটন স্পটগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশেও পর্যটনে সমৃদ্ধ করতে পারবে। আর পর্যটন সমৃদ্ধ হলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে বলে বলেন বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।