নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনে উভয়পক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবিতে রাজবাড়ী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের আজাদী ময়দান থেকে সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিল্পকলা মোড় ঘুরে ১নং রেলগেট এসে শেষ হয়। পরে শহীদ স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, নায়েবে আমির মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, পৌর জামায়াতে আমির মো. হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী সহ জেলা, উপজেলা, পৌর জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, গত ১৬ বছর আমাদের দেশে ১৫২ জন এমপি নির্বাচিত হয়েছিল বিনা ভোটে। দিনের ভোট রাতে হয়েছিল। দেশে একটি ড্যামি নির্বাচন হয়েছিল। এই অধিকার বঞ্চিত ভোটারদের আমরা ভোট ফিরিয়ে দিতে চাই। এ জন্য জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে বলেছে। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।