মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঢাকা-খুলনা মহাসড়কে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় প্রশাসন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। রোববার রাতে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারটি যাত্রীবাহি ও পণ্যবাহি গাড়ির হাইড্রোলিক হর্ণ জব্দের পর ধ্বংস করা হয় এবং জরিমানাও করা হয়।
অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুর রহমান। এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা শেষে ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, হাইড্রোলিক হর্ন শিশু থেকে বয়স্ক মানুষ সকলকে বধির করে দিতে পারে। মানুষিক অসুস্থতা থেকে শুরু করে নানারকম শারিরীক জটিলতা সৃষ্টি করতে পারে। এ ধরনের হর্ন ব্যবহার আইনত দ-নীয় অপরাধ।
অনেক চালকের ভাষ্য, জোরে হর্ন ছাড়া কেউ রাস্তা ছাড়ে না, কেউ কিছু শোনেও না। এক্ষেত্রে আমাদের ভাষ্য হল, ‘আপনারা বছরের পর বছর হাইড্রোলিক হর্ন বাজিয়ে রাস্তার পথচারীদের বধির করেছেন। তাই এখন তারা অল্প শব্দ শুনতে পায় না’। সবই সিস্টেম এবং অভ্যাসের ফল। আপনি যদি চেষ্টা চালিয়ে যান তবে হর্ন ছাড়াও রাস্তায় গাড়ি নিয়ে চলতে পারবেন। শুধু একবার মনে মনে ভাবুন আপনার শিশু সন্তান কিংবা বৃদ্ধ বাবার কানের কাছে আপনি এই বিকট হর্ন বাজাচ্ছেন, তাহলেই বুঝতে পারবেন এটা মাত্রায় ভয়ঙ্কর।
ইউএনও বলেন, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারটি যানবাহরে হাইড্রোলিক হর্ন জব্দসহ ধ্বংস করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।