সাজ্জাদ হোসেন ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা এবং পৌরসভার মধ্যে অনুষ্ঠিতব্য ১১০টি পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
আসলাম মিয়া বক্তব্যে বলেন, এ বছর আপনারা বিনা শঙ্কায় পূজা উদযাপন করবেন। যে কোন ধরনের সমস্যায় বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, থাকবে। বিগত দিনে দুটি ঈদ অনুষ্ঠান উদযাপন করতাম। এখন থেকে শারদীয় দূর্গাপূজা সহ তিনটি উৎসব পালন করবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু তালেব, জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলার বিবেকানান্দ দাস পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার দাস প্রমূখ।
পরে রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিতব্য ১১০টি পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এছাড়া শনিবার বিকেলে জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ।
পরে গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ২৫টি পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।