নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা যুবলীগের অন্যতম সদস্য ইলিয়াস চৌধুরী রাব্বি (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। তাকে বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজ পাড়া এলাকা থেকে ইলিয়াস চৌধুরী রাব্বিকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার রাফা টাওয়ার এলাকার লিয়াকত চৌধুরীর ছেলে।
জানা গেছে, গত বছর ২০২৪ সালের ১৮ জুলাই রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীদের দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে পুলিশ ইলিয়াস চৌধুরি রাব্বিকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে বুধবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা তিবটার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক বিভিন্ন মামলা রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।