নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার (গোয়ালন্দ পাক দরবার শরীফ) দরবারে হামলার মামলায় পুলিশ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ রোববার সকালে ফরিদপুরের নগরকান্দা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক নজরুল ইসলাম ওরফে নজির (৩৩) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর শেখের ছেলে।
এদিকে হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে যাতে কোন ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ জন্য গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে দরবারসহ শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলায় অগ্নিসংযোগ, গুরুতর জখম, লুটপাট, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে নুরাল পাগলের লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি হিসেবে ভিডিও দেখে শনাক্ত করা হয়। দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। নতুন করে কেউ কিছু করতে না পারে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে হামলায় নিহত রাসেল মোল্লার (২৭) বাবা দেবগ্রাম ই্উনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে গত ৮ আগষ্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতপরিচয় আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ওই মামলায় নজরুল ইসলামসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া হামলায় ১০ থেকে ১২জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশের দুটিসহ ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক(এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৬ আগষ্ট তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ ১৬জনকে গ্রেপ্তার করে। দুটি মামলায় সাড়ে সাত হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি এবং মোট ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, ৫ সেপ্টেম্বর নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে ভক্তরা অবস্থান করছিলেন। জুমার নামাজের পর পূর্বনির্ধারিত গোয়ালন্দ বাজার আনসারক্লাবে ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে একদল উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। বেলা তিনটার দিকে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধর করে এক কোটি পঞ্চাশ লাখ টাকার ক্ষতি সাধন করে। ভক্তদের মিলাদ মাহফিলে দেয়া জমাকৃত ৪০ লক্ষাধিক টাকা, ৫০ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫৫ লাখ টাকার মূল্যবান সামগ্রীসহ এক কোটি ৪৫ লাখ টাকার জিনিসপত্র চুরি করে। বিকেল সাড়ে চারটার দিকে পুনরায় ৭০০ থেকে ৮০০ অজ্ঞাতব্যক্তি দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে ঢাকা-খুলনা মহাসড়কে পুড়িয়ে দেয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।