নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী স্মৃতিচারণমূলক সাহিত্য সন্ধ্যা "চিঠি দিও"। শুক্রবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিঠিকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত চলে স্মৃতি, পাঠ, প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান।
রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি নাসিম শফির সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী স্মৃতিচারণনূলক ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে চিঠি নিয়ে আরও স্মৃতিচারণ করেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন, রাজবাড়ীর নারী নেত্রী প্রবীণ আইনজীবী দেবাহুতী চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু, সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, ডাঃ আবুল হোসেন কলেজে সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল হক আলম।
এ সময় চিঠি পাঠ করতে গিয়ে এবং চিঠি নিয়ে স্মৃতিচারণ করেতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। আবার অনেকে কান্নায় ভেঙে পড়েন এ সময়। অনেকে আবার ছোট বেলায় হারিয়ে যান।
এ সময় বক্তারা বলেন, চিঠি শুধু বার্তা নয়, তা এক সময়ের আবেগ, সম্পর্ক ও সংস্কৃতির প্রতীক ছিল। আজকের প্রযুক্তিনর্ভর যুগে চিঠির গুরুত্ব কমে গেলেও তার সাহিত্য ও মানবিক মূল্য চির স্মরণীয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমান সময়ে চিঠির প্রচলণ হারিয়ে গেছে। এখন মানুষ আধুনিকতার ছোঁয়ায় ভাসছে। তবে চিঠির যুগটা ছিলো সোনালী যুগ। ওই সময় আমাদের অনেক স্মৃতি ছিলো।আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার আমার ছোটবেলার চিঠির সেই স্মৃতি মনে পরে গেল। আয়জক সূত্রে জানা গেছে, রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজন "চিঠি দিও" অনুষ্ঠানে চিঠি বিষয়ক স্মৃতিচারণ, চিঠি পাঠ, প্রদর্শন, চিঠি বিষয়ক গান, কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।