নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। শুক্রবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে তাঁকে বদলি করা হয়।
মোহাম্মদ রাকিবুল ইসলামের স্থলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলার বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন কে যোগদান করতে বলা হয়েছে। এক অফিস আদেশে জনস্বার্থে তাঁদেরকে উক্ত পদে বদলি করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা, গোপনীয় শাখা এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি সহ জেলার সকল থানার ওসিকে অবহিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার ঘটনায় এক ভক্ত নিহত সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এছাড়া দেশব্যাপী আলোচিত ঘটনা হিসেবে চিহ্নিত হয়। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় পুলিশের এসআই সেলিম মোল্লা বাদী হয়ে একটি এবং দরবারে হামলায় এক ভক্ত নিহত সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, কবর থেকে লাশ উত্তোলনের পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহত ভক্তের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। পৃথক দুটি মামলায় প্রায় সাড়ে সাত হাজার আসামি করা হয়। ইতিমধ্যে পুলিশ দুটি মামলায় ২৩ জনকে গ্রেপ্তারও করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে আলোচিত এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পরিস্থিতি সামাল দিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কে অন্যত্র বললি করা হয়েছে।
মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নুরাল পাগলার বিষয়টি নিয়ে তাঁদের পরিবার এবং আলেম সমাজের সঙ্গে দফায় দফায় বসে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার পরবর্তীতে উর্ধ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তাকে জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করা হয়েছে।
এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, কাজের সুবিদার্থে এবং অফিসিয়াল রুটিন ওয়ার্ক হিসেবে রাকিবুল ইসলামকে বদলী করা হয়েছে। তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক ক্রাইম হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তিনি তাঁর সুবিধা মতো সময়ে যোগ দিবেন। এখানে নুরাল পাগলের বিষয় সম্পর্কৃত নয়। এ ধরণের গুজবে কেউ কান দিবেন না।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।