মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বাবর আলী ও নাসরীন আক্তার ইতি। বাবর আলী গোয়ালন্দ উপজেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাসরীন আক্তার গুণী সহকারী শিক্ষক হয়েছেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।
তিনি বলেন, গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএন'র) এর সভাপতিত্বে গুনী প্রধান শিক্ষকের কোন প্রতিদ্বন্বী না থাকায় মুহাম্মদ বাবর আলীকে নির্বাচিত করা হয়। অপরদিকে গুণী সহকারী শিক্ষক হিসেবে তিনজন প্রতিদ্বন্দীর মধ্যে মৌখিক এবং সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হন নাসরিন আক্তার ইতি। তিনি আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত করার কথা রয়েছে। কোন কারন বসত পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসরীন আক্তার ইতি বলেন, সারা বছর ভালো কাজের মূল্যায়ন হিসেবে আজকের এই স্বীকৃতি। এতে করে আগামীতে ভালো কাজের আরো অনুপ্রেরণা দিবে। সেই সাথে কাজের পরিধিও আর বাড়ছে বলে মনে করছি। কাজের স্বীকৃতিকে ধরে রাখতে সকলের সহযোগিতায় আগামীতেও আরো ভালো কাজ করে যেতে চাই।
মুহাম্মদ বাবর আলী বলেন, স্বীকৃতী কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এছাড়াও আমাকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হিসেবে আমি রয়েছি। আমাকে উপজেলা শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমার এ অর্জন আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সহ গোয়ালন্দ বাসীর জন্য উৎসর্গ করলাম।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাদের দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।