নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে (গোয়ালন্দ পাক দরবার শরীফ) হামলার পর পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পাঁচদিনে পুলিশ মসজিদের ইমামসহ ২০জনকে গ্রেপ্তার করেছে। ফলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ স্থানীয়দের মাঝে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেওয়ায় অনেকে এলাকা ছাড়া।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ হামলার পরদিন ৬ আগষ্ট গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৬জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া হামলায় নিহত দরবারের ভক্ত রাসেল মোল্লার বাবা সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে ৮ আগষ্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজার জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ বুধবার পর্যন্ত একটি মসজিদের ইমামসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। ফলে দুটি মামলায় পুলিশ বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ২০জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার গোয়ালন্দ পাক দরবার শরীফে হামলা চালায়। একটি উচ্ছৃঙ্খল দল নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেন। এর আগে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ চলাকালে উচ্ছৃঙ্খল বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙ্চুর করে। এতে ১০ থেকে ১২জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে রাসেল মোল্লা (২৭) নামের এক ভক্ত নিহত হন।
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি ও উপজেলা ইমাম-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামানিক প্রথম আলোকে বলেন, উপজেলা ইমাম-আকিদা রক্ষা কমিটির আহ্বানে ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বাজার আনসারক্লাবে সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশ শেষে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল মানুষ সমাবেশে প্রবেশ করে পরিবেশ নষ্ট করে। উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। তারা আমাদের নেতৃবৃন্দের নির্দেশ অমান্য করে নুরাল পাগলার দরবারে হামলা এবং ভাঙচুর চালায়। নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলন করে মহাসড়কে নিয়ে পুড়িয়ে দেয়। এ ধরনের ঘৃণ্যতম অপরাধ ইসলাম কখনই সমর্থন করে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জালাল উদ্দিন প্রামানিক আরও বলেন, এ ঘটনার পর পুলিশ পৌরসভার একটি মসজিদের ইমাম মুফতি আব্দুল লতিফকে গ্রেপ্তার করে। এরপর থেকে গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার অধিকাংশ মসজিদের ইমাম-মুয়াজ্জিন গ্রেপ্তার আতঙ্কে পলাতক রয়েছে। এতে মসজিদে নিয়মিত জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি অহেতুক কাউকে যেন হয়রানি করা না হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার আতঙ্কে পৌরসভাসহ উপজেলার প্রায় ৬৫ শতাংশ মসজিদের ইমাম-মুয়াজ্জিন নেই। এমনকি নুরাল পাগলার দরবারে হামলার পর উপজেলা মডেল মসজিদের ইমামও ভয়ে পলাতক রয়েছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানাতে চাই, সঠিক তথ্য প্রমানাদি ছাড়া কাউকে যেন হয়রানী করা না হয়। আর যারা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা বা কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় যদি কেউ জড়িত না থাকেন তারা যেন মসজিদে উপস্থিত থাকেন।
এদিকে বুধবার রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ইমাম-মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোন কারণ নেই বলে জানায়। জেলা পুলিশ জানায়, নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার পর থেকে গোয়ালন্দের অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা যাচ্ছে যে, অযথা নিরপরাধ কোনো ব্যক্তিকে ঢালাওভাবে হয়রানির সুযোগ নেই। মামলা সংশ্লিষ্ট গ্রেপ্তারের ক্ষেত্রে সর্বোচ্চ সতকর্তা অবলম্বন করা হচ্ছে এবং কেবলমাত্র নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগের প্রেক্ষিতে একটি এবং দরবার শরীফে হামলা, অনাধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চুরি, গুরুতর জখম, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, লাশ পোড়ানোর অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়। থানায় রুজুকৃত দুটি মামলায় এখন পর্যন্ত ২০ জনকে সুনির্দিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।